কোন কোন যোগ্যতা থাকলে স্কলারশিপ পাওয়া যাবে ?

  • Post comments:0 Comments

একেকধরণের স্কলারশিপে একেকধরণের Requirement থাকে। তবে আমাদের ব্যাসিক কিছু যোগ্যতা থাকলে আমরা যে কোনো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো। নিম্নে সেগুলো বর্ননা করা হলো:

 

১. একাডেমিক পরীক্ষাগুলোতে মোটামুটি ভালো রেজাল্ট করা।

 

২. IELTS, TOEFL, GRE, PTE এর মত পরীক্ষাগুলোতে ভালো স্কোর অর্জন করা।

 

৩. যে দেশে পড়তে ইচ্ছুক সে দেশের ভাষা সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকা। ইউরোপের দেশগুলোতে ভাষার প্রতি দক্ষতা থাকাটা গুরুত্বপূর্ণ।

 

৪.ছাত্রজীবনে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম সেক্টরে জড়িত থাকলে।

 

৫. ভালো কোনো জার্নালে লেখা পাবলিশড হলে।

 

৬. থিসিস কিংবা গবেষনাধর্মী কাজে সংযুক্ত থাকে।

 

৭. এনজিও বা ডেভেলপমেন্ট সেক্টরে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে।

 

আপনার উল্লেখযোগ্য যোগ্যতাগুলো থাকলে আপনি বিদেশে পড়াশোনা করার জন্য আবেদন করতে পারেন।

Leave a Reply