আমাদের অনেকেরই বিদেশে পড়াশোনার প্রতি প্রচুর আগ্রহ থাকে। কিন্তু বিদেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে যে আমাদের সবার ভাষার উপর দক্ষতা অর্জন করতে হয় সে বিষয়ে আমরা কিছুটা অবহেলা করে ফেলি।
যখন থেকে বিদেশে যাওয়ার চিন্তাভাবনা করা শুরু করবো, ঠিক তখন থেকেই আমাদের ইংরেজি ভাষা শেখার উপর গুরুত্ব দেওয়া উচিত। কেননা, ইংরেজি একটি ইন্টারন্যাশনাল ভাষা। তাছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক পড়াশোনাগুলো ইংরেজি ভাষাতে হয়ে থাকে। সেজন্য ইংরেজির ওপর ভালো দক্ষতা আনতে হবে।
তাছাড়া আমরা যে দেশে যাওয়ার চিন্তাভাবনা করবো সে দেশের ভাষা আমাদের টুকটাক জানা থাকলে সেখানে গিয়ে লোকাল কমিউনিকেশন করতে কিংবা পার্টটাইম জব পেতে সুবিধা হবে। কেননা, আমরা ভাষা জানলে সহজেই লোকাল মানুষদের সাথে মিশতে পারবো। এছাড়াও কিছু কিছু দেশ যেমন: চীন, জাপান তাদের নিজস্ব ভাষা ব্যবহার করে। সেজন্য ভাষা শেখার প্রতি গুরুত্ব দিতে হবে।