বিদেশে পড়তে যাওয়ার পূর্বের প্রস্তুতি

  • Post comments:0 Comments

বিদেশে পড়তে যাওয়ার স্বপ্নটাকে বাস্তবায়িত করতে আমাদেরকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। বিশ্ববিদ্যালয়ে এপ্লাই, পাসপোর্ট করা, ভিসা রেডি করা কত কিছু। এ যেনো বিশাল একটি লেন্দি প্রসেস। অনেকসময় আমরা অনেককিছু না জানার কারণে একেবারে শেষ মুহূর্তে বিপদে পড়ে যাই।

 

তাই, আজকে আমরা আলোচনা করবো বিদেশে পড়তে যাওয়ার আগে কি কি প্রস্তুতি নিতে হবে:

১. আমাদের দেশের বেশিরভাগ সরকারি কাজগুলোতে অনেক সময় লাগে। সেজন্য বিদেশে পড়তে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পরপরই সরকারি কোনো কাগজপত্রের কাজ থাকলে সেগুলো শেষ করে ফেলবেন।

 

২. পাসপোর্ট তৈরি করে ফেলবেন। আমাদের দেশে পাসপোর্ট তৈরি হতে মোটামুটি অনেক বেশি সময় লাগে। সেজন্য পাসপোর্টটা আগেভাগে তৈরি করে রাখবেন।

 

৩. আপনি যদি রানিং স্টুডেন্ট হয়ে থাকেন (যেমন: এসএসসি/এইচএসসি অথবা অনার্স সহ অন্যান্য) তবে একাডেমিক রেজাল্টগুলো ভালো করার চেষ্টা করবেন।

 

৪. যে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে পড়তে যেতে চান সে সম্পর্কে যথাযথ রিসার্চ করবেন। তাদের রিকুয়ারমেন্ট গুলো ভালোভাবে খেয়াল করবেন।

 

৫. যে দেশে পড়াশোনা করতে যাবেন সে দেশের সম্পর্কে ভালো ধারণা অর্জন করবেন।

 

৬. যে দেশে যাবেন সে দেশের জন্য কোনো ধরণের আন্তজার্তিক পরীক্ষা দিতে হলে যেমন: IELS, TOEFL সম্পর্কে প্রিপারেশন নিবেন।

 

৭. যে দেশে পড়তে যাবেন সে দেশের কালচার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবেন এবং সে পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

 

৮. ইংরেজিতে কমিউনিকেশন স্কিল ভালো না থাকলে সেটি ভালো করার চেষ্টা করবেন।

 

৯. কিছু কিছু দেশের মানুষ তাদের ভাষাকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে। যেমন: জাপান, চিন। সেক্ষেত্রে সে সকল দেশের ভাষার ওপর দক্ষতা অর্জন করবেন।

 

১০. যে দেশে পড়তে যাবেন সে দেশের খাদ্যাভাস সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবেন। এবং সেগুলো খাওয়ার অভ্যাস করতে পারেন।

 

১১. ড্রাইভিং, সুইমিং, রান্নাবান্না সহ বিভিন্ন লাইফ স্কিলগুলো শেখার চেষ্টা করবেন। এগুলো নতুন পরিবেশে আপনাকে সার্ভাইভ করতে সাহায্য করবে।

 

১২. বিদেশে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চেষ্টা করবেন, ওয়ার্কিং এক্সপেরিয়েন্স গ্রহণ করার জন্য।

 

১৩. বিভিন্ন ধরণের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস, সেমিনার, সমাজসেবা মূলক কাজগুলোর সাথে যুক্ত হতে পারেন। বিদেশে এ ধরণের কর্মকান্ডগুলোকে এপ্রিশিয়েট করা হয় এবং এটি আপনাকে স্কলারশিপ পেতেও সাহায্য করবে।

 

১৪. বিদেশে পড়তে গেলে মোটামুটি একটা মোটা অংকের টাকা ব্যাংক ব্যালেন্স হিসেবে দেখাতে হয়। সেক্ষেত্রে আপনি আগে থেকে ব্যাংক একাউন্ট ওপেন করে ব্যাংকে কিছু টাকা জমা রাখতে পারেন। এটি আপনাকে পরবর্তীকে ব্যাংক স্টেটমেন্ট শো করতে সাহায্য করবে

 

আপনি সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আস্তে আস্তে প্রস্তুতি নেওয়া শুরু করলে বিদেশে যাওয়ার ক্ষেত্রে দেখা যাবে একেবারে হ্যাসেল ফ্রি একটি যাত্রা করতে পারবেন।

Leave a Reply