বিদেশে পড়তে যাওয়ার স্বপ্নটা অনেকের কাছেই সোনার হরিণের মত। আমরা অনেকেই কনফিউশনে থাকি কোন দেশে আমাদের পড়তে যাওয়া উচিত। চলুন জেনে নেওয়া যাক বিদেশে পড়াশোনা করতে যাওয়ার পরিকল্পনা করলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে।
১. বিদশে পড়াশোনা করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে আর্থিক সচ্ছলতা। আপনার আর্থিক সচ্ছলতা অনুযায়ী যে দেশগুলোতে পড়াশোনার খরচ আপনি বহন করতে পারবেন সেগুলো নিয়ে আপনি চিন্তা করতে পারেন।
২. বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলোতে স্কলারশিপের বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে হবে। কোন কোন জায়গায় পড়তে গেলে আমরা স্কলারশিপ পেতে পারি সেগুলোর তালিকাভুক্ত করতে হবে।
৩. আমরা কোন বিষয়ে পড়তে চাচ্ছি এবং কোন দেশে যেতে ইচ্ছুক সে বিষয়ে নিজের ইচ্ছে নিয়ে ভাবতে হবে। যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে তবে অনায়াসেই পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন।