মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য বিদেশে পড়াশোনার প্রতিবন্ধকতা কি কি?

  • Post comments:0 Comments

মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মধ্যে বিদেশে পড়তে যাওয়া মানে কিছুটা বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মত। তবে বাংলাদেশ থেকে যারা বিদেশে পড়তে যান তাদের বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। সুতরাং, আজকে আমরা আলোচনা করবো, আপনি যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকেন তাহলে বাহিরে পড়াশোনার জন্য কি কি সমস্যা ফেইস করতে পারেন তা নিন্মে দেওয়া হলো:

 

১. মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মধ্যে আত্মবিশ্বাসের কিছুটা অভাব থাকে। অনেকের মধ্যে ফেইল হওয়ার বা হেরে যাওয়ার প্রবণতা থাকে। সেজন্য আপনি যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে নিজের উপর পুরোপুরি আত্মবিশ্বাস এনে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন।

 

২. মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বাহিরে পড়তে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আর্থিক সহযোগীতার সমস্যা ভোগ করে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ প্রদান করে থাকে। আপনি যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি স্কলারশিপ নিয়ে বাহিরে পড়তে যেতে পারেন। এক্ষেত্রে আপনার খরচ কিছুটা কম হবে। এছাড়াও কম খরচে যে বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনা করা যায় সেগুলোতে মধ্যবিত্ত ছেলে-মেয়েরা পড়তে যেতে পারে। এছাড়া বিভিন্ন পার্টটাইম জব করে মধ্যবিত্ত ছেলে-মেয়েরা তাদের পড়াশোনার খরচ মেটাতে পারে।

 

৩. বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা সহ যাবতীয় সিদ্ধান্ত গুলো বাবা-মা কর্তৃক নেওয়া হয়ে থাকে। তারা সাধারণত তাদের সন্তানদের ভবিষ্যত কেমন হবে, কোথায় পড়াশোনা করা উচিত এ ধরণের সিদ্ধান্ত গুলো নিয়ে থাকেন। সেজন্য আপনি যদি এমন পরিবারের সন্তান হয়ে থাকেন এবং আপনার যদি বিদেশে পড়াশোনা করার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাবা-মাকে কনভিন্স করে পড়তে যেতে পারেন।

 

৪. মধ্যবিত্ত পরিবারের সদস্যদের কাছে information gap থাকতে পারে। সেক্ষেত্রে বর্তমানের ইন্টারনেটের যুগে আপনি সহজেই সকল তথ্য পেয়ে যেতে পারেন। ফেসবুকের বিভিন্ন বিদেশে পড়াশোনা সংক্রান্ত গ্রুপ রয়েছে সেগুলো থেকে আপনারা প্রয়োজনীয় তথ্য পেয়ে যেতে পারেন।

 

৫. উচ্চবিত্ত পরিবারের সন্তানরা তাদের ক্যারিয়ারটাকে গোছানোর জন্য যতটা সময় পেয়ে থাকেন। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা সেটি পেয়ে থাকেন না। বেশিরভাগ ক্ষেত্রে বিদেশে পড়াশোনার জন্য এপ্লিকেশনের প্রসেসটা অনেকটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। এই দীর্ঘসময় ঘরে বসে থাকার অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তানরা পান না।

 

৬. বিদেশে পড়াশোনার ক্ষেত্রে পড়তে আসার আগে অনেকের মনে নানা ধরণের উচ্চাশা থাকে। অনেকের পরিবার থেকেও অনেক বেশি উচ্চাশা থাকে। স্টুডেন্টরা যখন এটা পূরণ করতে না পারে তখন তারা ডিপ্রেশনে চলে যায়। এতে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে।

 

মোটকথা, আপনার যদি ইচ্ছে এবং ডেডিকেশন থাকে এবং আপনি যদি মনে করেন আপনি বিদেশে

Leave a Reply