বিদেশে কি ধরণের পার্টটাইম চাকরি করা যায় ?

  • Post comments:0 Comments

বিদেশে স্টুডেন্টরা মূলত পড়াশোনার জন্য গেলেও পড়াশোনার পাশাপাশি তারা তাদের হাতখরচ চালানোর জন্য পার্টটাইম চাকুরি করে থাকে। একেক দেশে পার্টটাইম চাকুরি করার পদ্ধতি একেকরকম। কিছু কিছু দেশে নির্ধারিত কিছু সময় দেওয়া থাকে। আমেরিকাতে সাধারণত পার্টটাইম কাজে সেরকম কোনো বাধ্যবাধকতা থাকে না। তবে এশিয়া ও ইউরোপের কিছু কিছু দেশে এর বাধ্যবাধকতা রয়েছে।

 

আবার কিছু কিছু দেশে বিশ্ববিদ্যালয় থেকে বহিরাগত স্টুডেন্টদেরকে পার্টটাইম চাকুরি প্রদান করে থাকে।

 

নিম্নে কয়েকটি পার্টটাইম জবের কথা নিম্নে উল্লেখ করা হলো:

 

১.  বিভিন্ন রিটেইল শপ, সুপারশপ, শপিংমল গুলোতে পার্টটাইম সেলসম্যান হিসেবে কাজ করা যায়। আপনার যদি সেলস সেক্টরে ভালো অভিজ্ঞতা থাকে কিংবা আপনি যদি মানুষকে সহজে কনভিন্স করতে পারেন সেক্ষেত্রে আপনি সেলস সেক্টরে কাজ করতে পারবেন।

 

২. একাউন্টস সেকশনে পার্টটাইম চাকরি করা যায়। আপনার যদি একাউন্টস সম্পর্কে ভালো ধারণা থাকে তবে আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন।

 

৩. আপনার যদি ইরেজি ভাষায় ভালো দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি কাস্টমার ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করতে পারবেন।

 

৫. বিভিন্ন কোম্পানিতে দোভাষী হিসেবে কাজ করতে পারবেন।

 

৬. হোটেল ম্যানেজমেন্ট এবং টুরিজম সেক্টরে কাজ করতে পারবেন।

 

৭. আপনার যদি কোনো স্কিল থেকে থাকে যেমন: ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ পারলে আপনি ফ্রিলান্সিং করতে পারবেন। কিংবা ঘরে বসে বিভিন্ন ধরণের অফিশিয়াল কাজ করতে পারবেন।

 

৮.  আপনি যদি পিএইচডি প্রোগ্রামের জন্য পড়াশোনা করতে যান সেক্ষেত্রে আপনি টিচার এসিসট্যান্ট বা রিসার্চ এসিসট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন।

 

৯. বিভিন্ন হোটেল, রিসোর্ট, হাসপাতালে ফ্রন্ট ডেস্ক অফিসার হিসেবে কাজ করতে পারবেন।

 

১০. হাসপাতালে মেডিকেল এসিসট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন।

 

১১. আপনার ড্রাইভিং জানা থাকলে এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি পার্টটাইম ড্রাইভিং করতে পারবেন।

 

১২. আপনার যদি হেলথ বা জিম সেক্টর সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে আপনি সহজেই কোনো জিমে ট্রেইনার হিসেবে কিংবা কারো ব্যাক্তিগত পার্সোনাল ট্রেইনার হিসেবে কাজ করতে পারেন।

 

অবএব, আপনি যদি মোটামুটি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকেন তবে পড়াশোনার খরচ নিয়ে আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন এবং আপনার যদি স্কিল থেকে থাকে তবে আপনি পার্টটাইম জব করে আপনার হাতখরচ সহ অনেকসময় টিউশন ফি ও চালাতে পারবেন।

 

Leave a Reply